নিউ ইয়র্ক সফরে হালকা মুডে আছেন সারা

নিজের গার্ল গ্যাং নিয়ে ছুটি কাটাতে নিউ ইয়র্কে গিয়েছেন সইফ কন্যা সারা। অভিনয়ের মতো দেশ বিদেশ ঘুরে বেড়ানোও তাঁর প্যাশন। তাই ছুটি পেলেই বেরিয়ে পড়েন নানা জায়গায়। নিউ ইয়র্কে বেড়াতে গিয়ে সারা যে বেশ ফুরফুরে মেজাজেই আছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন, যা থেকে স্পষ্ট এই সফর তিনি দারুণ উপভোগ করছেন। কালো ডেনিম, গোলাপি টিশার্ট এবং গোলাপি উইন্টার জ্যাকেটের সঙ্গে গলায় জড়িয়ে নিয়েছেন হালকা গোলাপি স্কার্ফ। ইয়ারমাফ এবং কালো ওয়েফেরার সানগ্লাসে পারফেক্ট তাঁর উইন্টার লুক।

View this post on Instagram

🗽🌈 @vivo_india

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on