গোটা একটা দিন আই সি ইউ-তে থাকার পর আপাতত সুস্থ সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। রবিবার ছিল স্বামী নিখিল জৈনের জন্মদিন। নিখিলের জন্মদিনের উদ্দেশ্যেই একটি পার্টির আয়োজন করেছিলেন নুসরত। সেই পার্টি চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন অভিনেত্রী। রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ অ্যাপোলো গ্লেনিগালসের আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। এরপরই শোনা যায়, অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছেন নুসরত। আর সেই ড্রাগ ওভারডোজ়ের কারণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও নুসরতের পরিবারের তরফে জানানো হয়, বরাবরই ক্রনিক অ্যাস্থমার রোগী নায়িকা ৷ সেই ওষুধের ওভারডোজেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ৷বেসরকারি হাসপাতালের তরফে ফুলবাগান থানায় ‘ড্রাগ ওভারডোজ’ মামলাও রিপোর্ট করা হয়েছিল। এরমধ্যেই রটে যায়, অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়েই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন নুসরত! কী কারণে অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন, সে প্রশ্নও ওঠে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত। অবশেষে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কিত যাবতীয় ধোঁয়াশা নিয়ে মুখ খুললেন তিনি। ভিডিয়োতে নুসরত বলেন, “আমি এখন একেবারেই ঠিক আছি । কোনও গুজবে কান দেবেন না । মনে হয় ডাস্ট অ্যালার্জি থেকে আমার অ্যাজমার সমস্যা হয়েছিল । ডাক্তারাও তেমনই বলেছেন । এক দু’দিন বিশ্রাম নেব, তারপর ফের কাজে যোগ দেব । অনেক কাজ পড়ে রয়েছে । আমার লোকসভা এলাকায় যাব । এছাড়া দিল্লিতেও যেতে হবে ।” পাশাপাশি ফ্যানদের ধন্যবাদও জানিয়েছেন তিনি । ভিডিয়ো বার্তা শেয়ার করে এখন যে তাঁর অবস্থা স্থিতিশীল সেকথা নিজেই জানিয়েছেন। সামনেই নুসরত অভিনীত ‘অসুর’ ছবি মুক্তি পাচ্ছে। তাই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই প্রোমোশনের কাজে কোমর বেঁধে নেমে পড়বেন অভিনেত্রী। অতঃপর জোরকদমে কাজ শুরুর আগে দিন দুয়েক বিশ্রাম নেবেন নুসরত। তাছাড়াও সংসদীয় এলাকা পরিদর্শনেও যাবেন। এমনকী পার্লামেন্টে সদ্য শুরু হওয়া শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লিতেও যাবেন দিন কয়েকের মধ্যে।