পঞ্চমবার ‘গোলমাল’ করতে চলেছেন রোহিত-অজয়

আবারও সিনেমার পর্দায় গোলামাল হতে চলেছে। আর এর জন্য দায়ী রোহিত শেট্টি ও অজয় দেবগন। দম ফাটা হাসিতে আরও একবার দর্শককে হাসাতে আসছে ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি। ২০০৬ সাল থেকে রোহিত শেট্টিরপরিচালনায় সফর শুরু করে গোলমাল। সেখানে ছিলেন অজয় দেবগন, তুষার কাপুর, সরমন যোশি, আরসাদ ওয়ারসি, পরেশ রাওয়াল। এর আগে গোলমালের চারটি ছবিই বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছে। অজয়-রোহিত জুটির কমেডি মন জয় করেছিল সিনেপ্রেমীদের। তাই ফের সেই ফ্র্যাঞ্চাইজির পাঁচ নম্বর ছবি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রোহিত অ্যান্ড কোং। গোলমাল ফাইভ নামে মুক্তি পাবে এবারের ছবিটি। অজয় দেবগান বলেন, “আমি আর রোহিত আলোচনা করে ঠিক করেছি গোলমালের পরের ছবিটি করব। হিন্দি সিনেমা জগতে এটা দীর্ঘতম ফ্র্যাঞ্চাইজি তো বটেই, সেই সঙ্গে আমার খুবই পছন্দের। কারণটা প্রথম ছবিতেই বলেছিলাম ফান আনলিমিটেড।” সোশ্যাল মিডিয়াতেও ছবির কথা জানিয়েছেন অজয়। খুব তাড়াতাড়িই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক রোহিত শেট্টি।