পরিবারের পম্পরা মতো ছোট ছেলেকেও এগিয়ে দিলেন বলিউড বাদশা। বড় ছেলে আরিয়ান থেকে শুরু করে মেয়ে সুহানা-কেও তাইকোন্ড প্রশিক্ষণ দিয়েছেন কিং খান। সেই পম্পরার ব্যাতিক্রম ঘটল না ছোট ছেলে আব্রামের বেলাতেও। এখন আব্রামও শিখছে এই মার্শাল আর্ট। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছোট্ট আব্রামের একটি ছবি শেয়ার করে এই খবরই জানিয়েছেন শাহরুখ। তিনি জানান, সম্প্রতি ‘ইয়েলো বেল্ট’ পেয়েছ আব্রাম। পাশাপাশি আরিয়ান ও সুহানার ছবিও শেয়ার করেন তিনি।