‘পাঙ্গা’-র টাইটেল ট্র্যাকে পা মেলালেন কঙ্গনা

ট্রেলারের পর মুক্তি পেল ‘পাঙ্গা’-র টাইটেল ট্র্যাক। এদিন টাইটেল ট্র্যাক প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা কঙ্গনা রানাওয়াত সহ গোটা টিম পাঙ্গা। এই ছবিতে কঙ্গনার চরিত্রের নাম জয়া। সে একজন কাবাডি খেলোয়াড়। কিন্তু সংসারের চাপে তাঁর সেই খেলার স্বপ্ন থেমে যায়। তবে জয়ার স্বামী আর ছেলের অনুপ্রেরণায় আবার সে খেলার জগতে ফেরে। গানটিতে জয়া ওরফে কঙ্গনার জীবন যাত্রা তুলে ধরা হয়েছে। যিনি একজন মা থেকে একজন কাবাডি খেলোয়াড় হয়ে ওঠার চেষ্টা করছেন। গানে রিচা চড্ডা ও জেসি গিলকেও দেখা যায়। তাঁরা কাবাডিতে ফিরতে জয়াকে কীভাবে সমর্থন করছে সেই চিত্রই ফুটে উঠেছে। গানটি গেয়েছেন হর্ষদীপ কৌর, দিব্যা কুমার এবং সিদ্ধার্থ মহাদেবন। গানের কথা লিখেছেন প্রবীণ গীতিকার জাভেদ আখতার।গানটির সুর করেছেন শঙ্কর-এহসান-লয়। সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করে ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি লিখেছেন: “আপনে সপ্নো কে লিয়ে জোড় সে বলো লে পাঙ্গা।” এর আগে ছবির ট্রেলারের ঝলক দেখেই কঙ্গনার প্রশংসা করেছিলেন নেটিজেনরা। দরাজ কন্ঠে কঙ্গনার প্রশংসা করেছেন দীপিকা পাড়ুকোনও। দীপিকার প্রশংসা শুনে পাল্টা ট্যুইট করেছেন কঙ্গনাও। ২৪ জানুয়ারি মুক্তি পাবে অশ্বিনী আইয়ার পরিচালিত পাঙ্গা।