পুজোপাঠ দিয়ে রঙের উৎসব শুরু বচ্চন পরিবারের

পুজোপাঠ দিয়ে রঙের উৎসব শুরু করে বলিউডের বচ্চন পরিবার। জলসায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন এদিন হোলিকা দহন এবং পুজোপাঠে হাজির  ছিলেন। তবে এবার বাড়ির পুজোয় দেখা মেলেনি অভিষেক বচ্চনের। বর্তমানে বব বিশ্বাসের শ্যুটিং নিয়ে ব্যস্ত জুনিয়র বচ্চন।  সেই কারণেই জলসায় হোলির পুজোর সময় অভিষেকের দেখা মেলেনি বলে মনে করছেন তাঁর ভক্তরা।  আরাধ্যার সঙ্গে ছবি শেয়ার করেন রাই।  নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হোলিকা দহন এবং পুজোপাঠের ছবি শেয়ার করেন  অভিনেত্রী। ঐশ্বর্য এবং আরাধ্যার পাশাপাশি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের ছবিও প্রকাশ্যে আসে।  যেখানে পুজোর পর বিগ বি-র মাথায় তিলক পরিয়ে দিতে দেখা যায় জয়া বচ্চনকে।

View this post on Instagram

✨🔥Happy Holi to All💝Love n Light✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on