প্যারিসে বেজে উঠলো ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’

১৯৯৫ সালে মুক্তি পাওয়া ডিডিএলজির শাহরুখ-কাজলের দুরন্ত জুটি সাড়া ফেলেছিল ভারতীয় চলচ্চিত্রে। শুধু ভারতে নয় গোটা বিশ্বে এই ছবি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আজও সেই ছবির রেশ বোধহয় কেটে যায়নি। তারই প্রমাণ মিলল আবার। প্যারিসের ফুটপাতে দাঁড়িয়ে এক ভক্ত সুন্দর তাল-লয় মিলিয়ে গাইলেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির হিট গান ‘তুঝে দেখা তো ইয়ে জান সনম’ । প্যারিসের শাহরুখের ফ্যান ক্লাব থেকে ওই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োটিই আবার নিজের ওয়ালে শেয়ার করেছেন কিং খান। ভিডিওটি টুইটারে শেয়ার করে লিখেছেন,”Suddenly just…missed Yashji. Maybe it’s the singers cap?”