প্রকাশিত হল ডাবু রতনানির ফ্যাশন ক্যালেন্ডার

প্রতি বছরের মতোই এবছরও বিশিষ্ঠ সেলিব্রেটি ফ্যাশন ফটোগ্রাফার ডাবু রতনানির ক্যালেন্ডার সর্বসমক্ষে প্রকাশ করা হল। ১৯৯৯ সাল থেকে প্রতি বছর তিনি নিয়ম করে নিজের ক্যালেন্ডার প্রকাশ করেন। এই ক্যালেন্ডারে নায়ক ও নায়িকা সবাই জায়গা পান। বিশেষ করে অভিনেত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তার হাতে একটি ফটো তোলার জন্য। এবার তার ক্যালেন্ডারে ঠাঁই পেলেন সানি লিওন, উর্বশী রাওতেলা, বিদ্যা বালান থেকে শুরু করে কৃতি সানোন, ভিকি কৌশল সহ আরো অনেকেই। ক্যালেন্ডারে নিজেদের লুক শেয়ারও করলেন তারকারা।

https://www.instagram.com/p/B8stclDprBy/?utm_source=ig_web_copy_link