প্রকাশ্যে এক গর্ভবতী কৃতির ছবি

সম্প্রতি অন্তঃসত্ত্বা কৃতি শ্যাননের ছবি নেটদুনিয়ায় প্রকাশ্যে আসে। আর তারপর থেকেই শুরু হয়ে যায় নানা জল্পনা। অবিবাহিত হয়েও কৃতির গর্ভবতী হওয়া নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে যায়। কিন্তু সেই সব জল্পনাই ভিত্তিহীন। কারণ আসল ঘটনা হল আগামী ছবি ‘মিমি’র শুটিং করছেন কৃতি শ্যানন। ওই ছবিতেই একজন অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করছেন কৃতি । এই ছবিটিতে একজন সারোগেটেড মাদার-এর চরিত্রে অভিনয় করছেন কৃতি।  কৃতির সেই লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই সিনেমার জন্য অতিরিক্ত আরো ১৫ কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। কৃতি শ্যাননের পাশাপাশি এই সিনেমায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, সুপ্রিয়া পাঠক এবং মনোজ পাওয়া। জাতীয় পুরষ্কার প্রাপ্ত মারাঠি সিনেমা মালা আই ভাইচি-র অনুকরণেই তৈরি করা হচ্ছে মিমি।