প্রকাশ্য এল জাওয়ানি জানেমন-এ তাব্বুর ফার্স্ট লুক

আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে নীতিন কক্কর পরিচালিত ‘জাওয়ানি জানেমন’। এই ছবিতে প্রায় দু’দশক পর বড় পর্দায় সইফ আলি খানের সঙ্গে ফের একবার জুটি বাঁধতে চলেছেন তাব্বু। এর আগে তাব্বু ও সইফকে দেখা গিয়েছিল তু চোর মে সিপাহি, বিবি নম্বর ১ এবং হাম সাথ সাথ হ্যায় ছবিতে। প্রকাশিত হল ‘জাওয়ানি জানেমন’ ছবিতে তাব্বুর ফার্স্ট লুক পোস্টার। আর আত্মপ্রকাশেই হইচই ফেলে দিয়েছেন তাব্বু। পোস্টারে তাব্বুকে দেখা যাচ্ছে একটি টেবলের উপরে বসে। মুখে লেগে সেই দুষ্টু-মিষ্টি হাসি। চুলে হালকা কার্লস, জাংক জুয়েলারিতে পারফেক্ট বোহো লুকে পাওয়া গেল তাবুকে। ট্যুইটারে তাব্বুর ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন এই ছবির অন্যতম প্রযোজক জ্যাকি ভগনানি।