প্রথমবার বাংলাদেশে ‘কমান্ডো’ দেব

বাংলাদেশে ছবি করার কথা আগেই ঘোষণা করেছিলেন সাংসদ অভিনেতা দেব। এই প্রথম বাংলাদেশের ছবিতে দেখা যাবে তাঁকে। কয়েকমাস আগই দেবের ছবি কিডন্যাপ মুক্তি পেয়েছিল বাংলাদেশের প্রেক্ষাগৃহে। সে সময়ে  বাংলাদেশ সফরে গিয়েছিলেন দেব। তখনই সেখানে এই ছবি করার বিষয়ে আলোচনা হয়েছিল। আজ সোশাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেন দেব । যেখানে বন্দুক হাতে নিয়ে দেখা গেছে তাঁকে । পোস্টারের উপরে লেখা ‘প্রথমবার বাংলাদেশে দেব’। ছবির নাম ‘কমান্ডো’। পরিচালক শামীম আহমেদ রনী ছবিটি পরিচালনা করছেন। আজ থেকেই শুরু হয়েছে শুটিং । ছবির পোস্টার শেয়ার করে সেকথাই জানান দেব । তার ক্যাপশনে লেখেন, “নতুন যাত্রা শুরু হল…প্রথমবার বাংলাদেশে আমি…খুব ভালো লাগছে । আপনাদের ভালোবাসা ও সমর্থন কামনা করি…” এবছর ইদে মুক্তি পাবে ছবিটি।