প্রযোজক চম্পক জৈনের জীবনাবসান

প্রয়াত হলেন বলিউডের প্রযোজক চম্পক জৈন। অক্ষয় কুমার ও সইফ আলি খান অভিনীত সুপারহিট কমেডি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র মতো ছবির তিনি ছিলেন প্রযোজক। প্রযোজনা ছাড়াও ভেনাস রেকর্ডস অ্যান্ড টেপস ও ইউনাইটেড-৭ এর কর্ণধার ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের কারনেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে টুইট করে শোকজ্ঞাপন করেন সোনু সুদ, সঞ্জয় নিরুপম, গুরপ্রীত কৌর চড্ডা। শুক্রবার বেলা ১১টায় মুম্বইয়ের সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। চম্পক জৈনের অকস্মাত্‍‌ প্রয়াণে শোকের ছায়া নেমে এসছে বলিউডে।