ফারহার ডাকে হাজির বি-টাউন

কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্যে নিজের বাড়িতে পার্টি রাখলেন । ফারহার ডাকে এদিন পার্টিতে উপস্থিত হলেন হৃত্বিক রোশন থেকে শুরু করে কৃতী স্যানন, মালাইকা আরোরা থেকে করণ জোহর, প্রীতি জিন্টা, পত্রলেখা, রাজকুমার রাও, অঙ্গদ বেদী, নেহা ধুপিয়া।  পার্টির একটি বাহারি নামও দিয়েছেন তিনি– ‘Met Gala of Lokhandwala’।