ভারতীয় বিচারব্যবস্থায় নানাবতী হত্যা মামলাটি ছিল একটি মাইলস্টোন। কাওয়াশ মানেকশ নানাবতী ছিলেন ভারতীয় নৌবাহিনীর কমান্ডার। পেশার তাগিদে প্রায়ই বিদেশে যেতে হত তাঁকে। ফলে স্ত্রী সিলভিয়ার জীবনে একাকীত্ব তৈরি হয়। এরই মধ্যে সিলভিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় প্রেম আহুজার। তাঁরা প্রেমে পড়েন। নানাবতীকে ছেড়ে প্রেমকে বিয়ে করার বাসনা ছিল সিলভিয়ার। কিন্তু প্রেম কোনওদিনই সিলভিয়াকে স্বীকৃতি দিতে চাননি। এদিকে নানাবতী বাড়ি ফেরার পর তাঁকে সব খুলে বলেন সিলভিয়া। নানাবতী সোজা চলে যান প্রেমের কাছে। তাঁকে বলেন, সিলভিয়াকে গ্রহণ করতে। কিন্তু প্রেম নারাজ। ফলস্বরূপ তাঁকে গুলি করে হত্যা করেন নানাবতী। স্টেট ও নানাবতী মামলায় নানাবতীর হয়ে লড়াই করেন প্রখ্যাত আইনজীবী রাম জেঠমালানি। সেই সময় নানাবতীর পাশে প্রশাসনের অনেক পদস্থ কর্তারা দাঁড়িয়েছিলেন। তাঁর সপক্ষে একাধিক পত্রপত্রিকায় লেখা হয়েছিল। ব্লিৎজ ট্যাবলয়েড পত্রিকার মালিক ছিলেন আরকে করঞ্জিয়া। তিনি ছিলেন প্রভাবশালী পার্সি। তাঁর কাগজে নানাবতীকে সংসার, এবং পেশার প্রতি একজন দায়বদ্ধ মানুষ হিসাবে তুলে ধরা হয়। শেষ পর্যন্ত নানাবতী নির্দোষ প্রমাণিত হন। মামলা থেকে রেহাই পেয়ে পরিবারকে নিয়ে তিনি চলে যান কানাডায়। এই মামলাকে ভিত্তি করে বড় পর্দায় ‘রুস্তম’ ছবিটি তৈরি করা হয়েছিল। সেই ছবিতে নানাবতীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অক্ষয় কুমার। নানাবতীর স্ত্রী সিলভিয়ার চরিত্রে অভিনয় করেন ইলিয়ানা ডিক্রুজ। এই প্রথমবার ওয়েব সিরিজে দেখানো হবে নানাবতী হত্যা মামলা। নানাবতীর জীবনের ট্র্যাজেডিকে অবলম্বন করে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। ‘দ্য ভার্ডিক্ট- স্টেট ভার্সেস নানাবতী’ নামে এই সিরিজ ৩০ সেপ্টেম্বর থেকে দেখানো হবে। এবার নানাবতীর চরিত্রে দেখা যাবে মানব কউলকে। সিলভিয়ার চরিত্রে দেখা যাবে এলি আব্রামকে। এছাড়া রয়েছেন সৌরভ শুক্লা, মকরন্দ দেশপাণ্ডে, অঙ্গদ বেদি, সোনি রাজদানের মতো অভিনেতা অভিনেত্রীরা। মুক্তি পেয়েছে ‘দ্য ভার্ডিক্ট- স্টেট ভার্সেস নানাবতী’ ওয়েব সিরিজের ট্রেলার।