ফ্যানের মৃত্যু হুমকি বলিউড বাদশাহকে

বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রতি এর ভালোবাসা দেখলে, আপনার ‘‌ফ্যান’‌ ছবির কথাই মনে পড়বে। শাহরুখকে টুইটারে সেই অনুগামী জানিয়েছেন যে নতুন বছরের আগে তিনি যদি তাঁর পরবর্তী ছবির নাম ঘোষণা না করেন, তবে ওই ভক্ত আত্মহত্যা করবে। গত বছর শাহরুখের শেষ ছবি আনন্দ এল রাইয়ের ‘‌জিরো’‌ মুক্তি পাওয়ার পর থেকেই তাঁকে আর বলিউডের কোনও ছবিতে দেখা যায়নি। তাঁর ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন অনুগামীরা। এক পাগল নেটিজেন, যিনি কিনা শাহরুখেরও ফ্যান, তিনি টুইট করেন। এমনিতেও শাহরুখের ফেরা নিয়ে টুইটারে তৈরি হয়েছে হ্যাশট্যাগ। সেই হ্যাশট্যাগ ব্যবহার করে ওই ভক্ত লেখেন, ‘‌যদি আপনি ১ জানুয়ারির মধ্যে আপনার পরবর্তী ছবির নাম ঘোষণা না করেন তবে আমি আত্মহত্যা করব, আমি আবার বলছি আই আত্মহত্যা করব।’‌ আর এক টুইটার ব্যবহারকারী লেখেন যে তিনি তাঁর পুরুষাঙ্গই কেটে ফেলবেন। ‘‌জিরো’‌ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর শাহরুখ আর কোনও ছবি এখনও পর্যন্ত করেননি। তবে মনে করা হচ্ছে রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে শাহরুখ অভিনয় করতে পারেন।

#WeWantAnnouncementSRK@iamsrk
if you don’t announce your next on 1st January I will sucide
I repeat I will sucide..#ShahRukhKhan— AniketSRKâš¡ (@____SRKFAN____) December 29, 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *