বচ্চন পরিবারে অভিনয়ের ধারা বজায় রাখল আরাধ্যা

পরিণত সংলাপে পরিণত অভিনয় করতে দেখা গেল বচ্চন পরিবারের ছোট্ট আরাধ্যাকে। বচ্চন পরিবারে অভিনয়ের ধারা যে বজায় থাকবে, তা ভালোই বোঝা যাচ্ছে আরাধ্যার প্রতিভা দেখে।  স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে একটি নাটকে অংশগ্রহণ করেছিল আরাধ্যা। সেখানে তাকে  ‘কন্যা’-র ভূমিকায় দেখা গেল। যে এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখে, যেখানে নারীরা সুরক্ষিত থাকবে, সম্মানিত হবে। সে এমন এক পৃথিবীর স্বপ্ন দেখে যেখানে নারীদের কণ্ঠ রোধ করা হবে না, জ্ঞানের দীপ্তিতে নতুন আলো পাবে নারীদের বক্তব্য। নাটকটিতে আরাধ্যার পরিণত অভিনয় দেখে মুগ্ধ হয়েছে সকলেই। অমিতাভ বচ্চন তাঁর নাতনিকে নিয়ে সবসময়ই খুব উচ্ছ্বসিত ও গর্বিত । কিন্তু, যখন নাতনি এক পরিণত মানুষের মতো নতুন পৃথিবীর স্বপ্ন দেখান, যেখানে নারীরা সুরক্ষিত ও সম্মানিত, দাদুর জন্য  সে যেন এক আলাদাই আনন্দ। নাতনির এই পারফর্মেন্সে নিদারুণ খুশি অমিতাভ। তিনি টুইটে লিখেছেন, “আমাদের পরিবারের গর্ব, একজন বালিকার গর্ব, এক নারীর গর্ব..আমাদের প্রিয় আরাধ্যা।” সোশ্যাল মিডিয়ায় আরাধ্যার পারফরমেন্সের ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজনেদের প্রশংশায় ভরে যায় কমেন্ট বক্স।