বাইশ গজ ছেড়ে সিলভার স্ক্রিনে ‘ভাজ্জি’

বাইশ গজের মাটিতে নিজের স্পিন ও দুসরার জাদুতে বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের মাত করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় হরভজন সিং। এবার রিয়েল দুনিয়া থেকে একটু সরে এসে সিলভার স্ক্রিনে হাতেখড়ি করছেন হরভজন। কিছুদিন আগেই জানা গিয়েছিল খুব শীঘ্রই বড়পর্দায় ডেবিউ করবেন খেলোয়াড় হরভজন। এদিন সেই খবরের সিলমোহর দিয়েছেন খোদ ‘ভাজ্জি’। প্রকাশ্যে এসেছে তাঁর আগামী সিনেমা ‘ফ্রেন্ডশিপ’-এর পোষ্টার। দুই বন্ধুর হাতে হাতকড়া পড়া ছবি দিয়ে প্রকাশ্যে এসেছে এই সিনেমার পোষ্টার। কিছুদিন আগেই জানা যায় হরভজন চলতি বছরেই সিলভার স্ক্রিনে ডেবিউ করবেন ‘ডিক্কিলোনা’ সিনেমাতে। কিন্তু তাঁর আগেই ‘ফ্রেন্ডশিপ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগত্‍-এ পা রাখছেন হরভজন। দক্ষিণের ট্রেড অ্যানালিসিস্ট রমেশ বালা জানিয়েছেন, ‘ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম। ভারতীয় ক্রিকেট খেলোয়ার অভিনয় করছেন।’ সিনেমাটি পরিচালনা করবেন জন পাল রাজ ও শ্যাম সূর্য। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা এই সিনেমার। যদিও হরভজন ছাড়াও এই সিনেমাতে আর কাদের অভিনয় করতে দেখা যাবে সেই বিষয়ে কিছুই জানাননি পরিচালক। ক্রিকেটের পাশাপাশি একাধিক রিয়্যালিটি শো কিংবা বেশ কয়েকটি সিনেমাতে কেমিও করতেও দেখা গিয়েছে হরভজনকে। এমনিতেই তাঁর অভিনয়ে আসার শখ দীর্ঘদিনের এবার বাস্তবে তা পূরণ হতে চলেছে।