বাগদান পর্ব সেরে ফেললেন কঙ্গনার ভাই আক্ষত

মনের মানুষের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন কঙ্গনা রানাওয়াতের ভাই আক্ষত। এনগেজমেন্ট অনুষ্ঠানের বিভিন্ন মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কঙ্গনার দিনি রঙ্গোলি চান্দেল। স্বামী, ছেলে এবং বোন কঙ্গনার সঙ্গেও ছবি পোস্ট করেছেন রঙ্গোলি। রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের নানা মুহূর্তের ছবিও। ট্যুইটারে ভাই অক্ষত ও তাঁর প্রিয়তমা ঋতুর ছবি শেয়ার করে রঙ্গোলি লেখেন, ‘প্রিয় বন্ধুরা, ওদের নতুন জীবনের জন্যে শুভেচ্ছা জানাবেন।’ অন্য আরও একটি ছবিতে হবু বৌদির রূপের প্রশংসা করেন তিনি।