বাড়িতে দীপাবলির পুজো করলেন শাহরুখ

রীতি মেনে স্ত্রী গৌরীর সঙ্গে দীপাবলির পুজো করলেন শাহরুখ খান। পুজোর পর কপালে লাল এবং হলুদ রঙের টিপও পরলেন। স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে আব্রামের সঙ্গে সেই ছবি শেয়ার করলেন বলিউডের কিং খান।