বাবা হিসেবে গর্বিত শাহরুখ

একজন সুদক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন সুদক্ষ পিতাও বটে। নিজের সন্তানদের সঙ্গে তাঁর বন্ডিং-এর কথা বারবারই প্রকাশ্যে এনেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।  তিনি যত বড় স্টারই হন না কেন, বাড়িতে নিজের ছেলেমেয়েদের কাছে তিনি আর পাঁচজন লাভিং, কেয়ারিং বাবার মতোই একজন। চিরকালই নিজের সন্তানদের নিয়ে নিজের গর্বের কথা প্রকাশ্যে স্বীকার করে এসেছেন কিং খান। বড় ছেলে আরিয়ান, মেয়ে সুহানার পাশাপাশি এখন ছোট ছেলে আব্রামের নানা সাফল্যের কথাও ভক্তদের সঙ্গে সময়ে সময়ে শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি ছোটো ছেলে আব্রামের আঁকা একটি ছবি শেয়ার করে কিং খান তাঁর কিছু মূল্যবান অনুভূতির কথা শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। কচি হাতের কচি রেখায় ফুটে উঠেছে আব্রাম আর শাহরুখের স্কেচ । উপরে ট্যারা-ব্যাকা অক্ষরে লেখা ‘আব্রাম অ্যান্ড পাপা’ । ছবিটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বাবা হওয়া আমার জীবনের সবচেয়ে গর্বে, সাফল্যের এবং অনুপ্রেরণাদায়ক অনুভূতি। পিতৃত্ব আমাকে শিখিয়েছে চালাকির বদলে কীভাবে নিষ্পাপ সারল্যকে বরণ করে নিতে হয় জীবনের প্রতিটি পদক্ষেপে। আমার ছোট ছেলে বলেছে ছবিতে ওর থেকে আমাকে বেশি ভালো লাগছে কারণ আমি নাকি বিনা কারণেই হাসছি।’