বেল বটম কোনও ছবির রিমেক নয়, জানালেন অক্ষয়

অক্ষয় কুমারকে এমন বহু ছবিতে দেখা গিয়েছে যা সত্যি ঘটনার উপর তৈরি। সেই তালিকায় একদিকে যেমন রয়েছে প্যাডম্যান এবং রুস্তম-এর মতো ছবি, তেমনই রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া মিশন মঙ্গল। তাঁর পরবর্তী ছবি “roller-coaster spy ride” Bell Bottom-ও তেমনই একটি সত্যঘটনা অবলম্বনেই তৈরি করা হয়েছে। এমনটাই জানালেন খিলাড়ি স্বয়ং। ছবির ফার্স্ট লুক এবং মুক্তির দিন ট্যুইট করে ঘোষণা করেন অক্ষয়। ট্যুইট করার পরেই সেখানে এক ভক্ত মন্তব্য করেন, এই ছবিটি কন্নড় ছবির রিমেক কিনা। তাঁর প্রশ্নের তৎক্ষণাৎ উত্তর দেন অক্ষয়। জানান, ‘বেল বটম কোনও ছবির রিমেক নয়। এটি অরিজিনাল স্ক্রিনপ্লে এবং সত্যি ঘটনার উপর তৈরি।’ এই ছবিতে ৮০-র দশকের একটি ঘটনাকে তুলে ধরা হবে। ২০২০-র ২২জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।