মহেশ বাবু আসছেন কাশ্মীরের সেনা কর্মকর্তা হয়ে

তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর ৪৪তম জন্মদিন ছিল শুক্রবার। দিনটি উপলক্ষে শুক্রবার প্রকাশ হয়েছে ‘সেরিলেরু নেকাভ্রারু’ ছবির টিজার। এতে ভারতের কাশ্মীরে সেনা কর্মকর্তা হিসেবে দেখা গেছে এই অভিনেতাকে। টিজার প্রকাশের পরপরই এটি বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যে এটি দেখেছেন ৬০ লাখের বেশি দর্শক। এই ছবি মুক্তি পাবে আগামী বছর। এতে আরও অভিনয় করেছেন রেশমিকা মান্দানা, প্রকাশ রাজসহ অনেকে।