মাঠে নামতে প্রস্তুত ‘গোলন্দাজ’ দেব

কিংবদন্তী ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করতে প্রস্তুত দেব। জানুয়ারিতেই ‘গোলন্দাজ’-এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল । তবে কিছু কারণবশত তা হয়নি। প্রযোজক মহেন্দ্র সোনি জানালেন ফেব্রুয়ারিতেই শ্যুটিং শুরু করছেন তাঁরা। এই সিনেমায় দেবের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে ইশা সাহাকে। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী শোভাবাজারের রানি কমলিনীর চরিত্রে অভিনয় করবেন ইশা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। গত ডিসেম্বর থেকেই নিয়মিত ভাবে বাইচুং ভুটিয়ার কাছে ফুটবলের প্রশিক্ষণ নিয়েছেন দেব। শিখেছেন খেলার কিছু বিশেষ পদ্ধতি। এছাড়াও কড়া ডায়েটে থেকে বেশ কিছুটা ওজনও ঝরিয়ে ফেলেছেন। চলতি বছরের অগস্ট মাসেই ‘গোলন্দাজ’ মুক্তি পাওয়ার কথা।