মালাইকা-র জন্মদিনে বসলো চাঁদের হাট

View this post on Instagram

And the birthday girl ❤🔥 #MallaikaArora

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

৪৬ এ পড়লেন মালাইকা আরোরা খান। এই বয়সেও নিজেকে অসাধারন ভাবে ধরে রেখেছেন তিনি। আরবাজ খানের সাথে বিবাহ বিচ্ছেদ এবং সন্তানদের জন্ম,অর্জুন কাপুরের সাথে নতুন সম্পর্ক শারীরিক মানসিক ভাবে নানান ওঠাপরার মধ্যে দিয়ে গেছেন এই বলিউড অভিনেত্রী। কিন্তু কখনই ভেঙে পড়েননি, তার সাথেই চুটিয়ে জীবন কে উপভোগ করে নিয়েছেন তিনি। বয়স বাড়ার সাথে সাথে আরো যেন ফুটে উঠছে তার রূপ। তকাল রাতভর তার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুর, অর্জুন রামপাল, অক্ষয় কুমার,টুইঙ্কল খান্না, জানহবি কাপুর, নেহা ধুপিয়া অন্যান্য পান্ডে র মতন তারকা। রাতভর চলা পার্টিতে চুটিয়ে উপভোগ করেছেন সবাই।