পুরোনো গানকে নতুনভাবে পুনর্নির্মাণ করার চল শুরু হয়েছে কয়েকবছর ধরেই। এবার এ আর রহমান-এর সুর করা মাসাকলি গানটিকে পুনর্নির্মাণ করেন তনিষ্ক বাগচী। তিনি দিলবর এবং আঁখ মারে-র মতো জনপ্রিয় গানের পুনর্নির্মাণের জন্য পরিচিত। সম্প্রতি টি-সিরিজ থেকে মুক্তি পেয়েছে মাসাকলি ২.০। অভিষেক বচ্চন ও সোনম কাপুর অভিনীত ‘দিল্লি ৬’ ছবির ‘মাসাকলি’ গানটি যে বেশ জনপ্রিয় হয়েছিল, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। প্রসূন যোশির লিরিকসে এই গানের সুর দিয়েছিলেন এ আর রহমান। গেয়েছিলেন মোহিত চৌহান। দিল্লির পুরনো অলি-গলি আর এই ‘মাসাকলি’র সুর-আবহ এতটাই মাতিয়ে দিয়েছিল যে এখনও এই গানের রেশ থেকে গিয়েছে শ্রোতাদের মনে। সেই গানের রিমেক ভার্সান মাসাকলি ২.০ শুনে বেজায় চোটে গেলে সুরকার রহমান। মার্জিতভাবে তিনি নিজের ক্ষোভ উগড়ে দিলেন টুইটে। তিনি লিখেছেন, ‘কোনও শর্ট কাট নয়, সঠিক দেখভাল, বিনিদ্র রজনী, লেখা এবং পুনরায় লেখা। ২০০ জনের বেশি মিউজিশিয়ান, ৩৬৫ দিনের মন্ত্রমুগ্ধ সৃজনশীলতা তৈরি গান প্রজন্মের পর প্রজন্ম থেকে যায়। পরিচালক, অভিনেতা, নৃত্য পরিচালক ও সিনেমার ক্রুদের সমর্থনে সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকারের টিম ওয়ার্ক।’ পাশাপাশি তিনি শ্রোতাদের আসল গানটি শোনার পরামর্শও দিয়েছেন। অস্কারজয়ী সংগীতকারের অনুরাগীরাও তীব্র সমালোচনায় বিঁধেছেন ‘মাসাকলি ২.০’কে। টুইটে পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা ও গীতিকার প্রসূন যোশীকে ট্যাগ করেন এ আর রহমান। পরে তারাই টুইট তর্ক দীর্ঘায়িত করেন। রাকেশ ওমপ্রকাশ মেহরা টুইট করেন, ‘দিল্লি ৬ এবং মাসাকলি ভীষণ ভালবাসা ও আবেগ দিয়ে তৈরি। একটি আইকনিক গান যা সংরক্ষণ করা প্রয়োজন। রি-মিক্স থেকে সাবধান, তা আপনার কানের ক্ষতি করতে পারে।’ প্রসূন যোশীর কথায়, আশা করব শ্রোতার আসলের পাশে থাকবে। গায়িকা শ্রেয়া ঘোষাল, তাঁর নিরব সমর্থন জানাতে এ আর রহমানের টুইটটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ‘মাসাকলি ২.০’তে সিদ্ধার্থ মলহোত্রা এবং তারা সুতারিয়াকে দেখা গিয়েছে। তনিষ্ক বাগচির তত্ত্বাবধানে নতুন গানটি গেয়েছেন তুলসি কুমার এবং সকেট ট্যান্ডন। আদিল শেখের পরিচালনায় ভূষণ কুমার প্রযোজনা করছেন এই গান।
Enjoy the original #Masakali https://t.co/WSKkFZEMB4@RakeyshOmMehra @prasoonjoshi_ @_MohitChauhan pic.twitter.com/9aigZaW2Ac
— A.R.Rahman (@arrahman) April 8, 2020