মায়ের কাছে বউমা কেমন! ছবিতেই স্পষ্ট করলেন রাজ

শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’। এই ছবির মাধ্যমে নতুন রূপে দেখা যাবে রাজ ঘরনী শুভশ্রীকে। ফ্রক পড়া, ফিতে দিয়ে বাঁধা দুই বেনী এমনই রূপে আসতে চলেছে রাজের পরিণীতা-র শুভশ্রী।এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম মেহুল। এই সিনেমায় প্রথমবার শুভশ্রীর বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ছবি মুক্তির আগে প্রমোশন নিয়ে ব্যস্ত এই তারকা জুটি। ছবিতে যেমনই লুক হোক, বাস্তবে নব বধু-এর সাজে দেখা গেল শুভশ্রীকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেন নায়িকা নিজে। যেখানে শুভশ্রী পড়েছেন লাল পেড়ে সাদা শাড়ি সঙ্গে সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ আর হাতে শাঁখা পলা। রাজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুভশ্রীর সঙ্গে নিজের মায়ের একটি ছবি পোস্ট করেন। যে ছবির মাধ্যমে শাশুড়ি-বউমার সম্পর্কের ইকুয়েশন যে বেশ বন্ধুত্বপূর্ণ তা বেশ পরিষ্কার। রাজের জীবনে তাঁর মা এবং স্ত্রী কতোটা গুরুত্বপূর্ণ তাও বেশ বোঝা যাচ্ছে ছবির সঙ্গে দেওয়া ট্যাগলাইনের মাধ্যমে।

View this post on Instagram

PC @iamshristipandey

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on