মিম শেয়ার করে বিতর্কে আরশাদ

‘করোনা’ আতঙ্ক নিয়ে মিম শেয়ার করেই বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ার্সি। ‘মুন্না ভাই এমবিবিএস’-এর দৃশ্যকে ব্যবহার করে হয়েছে মিম-এর জন্যে। করোনাভাইরাস রোধের সহজ উপায় বলে দেখানো হয়েছে সেই দৃশ্য যেখানে সার্কিট এক চিনা নাগরিককে অ্যাম্বুলেন্সে তুলে মেরে ফেলার চেষ্টা করে। ওই ছবির পাশাপাশি ক্যাপশনে আরশাদ লিখেছেন, “আমার এক বন্ধু এইমাত্র আমাকে এই অভিনব জিনিসটি পাঠাল।”তাঁর এই পোস্ট অনেকেই উপভোগ করলেও, নেটিজেনের একাংশের কটাক্ষে বিদ্ধ হলেন আর্শদ। কেউ কেউ তাঁর এমন পোস্টকে বর্ণবিদ্বেষীও বলেন। কেউ লেখেন, ‘অবিলম্বে এই ট্যুইট ডিলিট করুন। আমরা এভাবে বর্ণবিদ্বেষী হতে পারি না। এতে চিনা নাগরিকদের উপর হামলা হওয়া আশঙ্কা থাকবে। উত্তরপূর্ব ভারতের নাগরিকরাও হামলার শিকার হতে পারেন এমন নির্বোধ মিম-এর জন্যে।’