মুকেশ আম্বানির ভাগ্নির প্রি-ওয়েডিং পার্টিতে নক্ষত্রখচিত সমাবেশ

মুম্বইয়ে আম্বানিদের অ্যান্টিলায় আয়োজিত হয়েছিল ভাগ্নি নয়নতারা কোঠারির প্রি-ওয়েডিং পার্টি। নয়নতারা মুকেশ আম্বানির দিদি নিনা কোঠারির মেয়ে। মুকেশ আম্বানির বোন নীনা কোঠারির মেয়ের বিয়ে আর কয়েকদিনের মধ্যে।  আম্বানিদের সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তারকা। বচ্চন পরিবারের সঙ্গে আম্বানিদের সম্পর্ক বেশ পুরনো। অমিতাভ বচ্চনের শরীর ঠিক না থাকায়, আম্বানিদের পার্টিতে হাজির হননি তিনি। বিগ বি না এলেও আম্বানিদের বাড়িতে হাজির হন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন দুজনেই। আম্বানি পরিবারের অনুষ্ঠানে হাজির হন শাহিদ কাপুর এবং মীরা রাজপুতও। কালো রঙের সুটে আম্বানিদের বাড়িতে হাজির হন শাহরুখ খানও। অনিল কাপুরও হাজির ছিলেন এই পার্টিতে।

https://www.instagram.com/p/B4tUSxonRhu/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B4tWhHXnMn4/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B4sdrn6nXqi/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B4sbr31n_VD/?utm_source=ig_web_copy_link

View this post on Instagram

#ishaambani at her cousins pre wedding bash

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

https://www.instagram.com/p/B4tXSYQnR5O/?utm_source=ig_web_copy_link