মুঘল-ই-আজম বিরল ছবি শেয়ার করলেন ঋষি কাপুর

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মুঘল-ই-আজম একটি মাইলস্টোন সিনেমা। অস্কার নমিনেটেড মার্কিন পরিচালক মার্টিন স্কোরসেসের সঙ্গে কাজ করেছিলেন ফিল্মমেকার রবের্তো রোজেল্লিনি। এই কালজ্বয়ী সিনেমার সেটের অদেখা একটি বিরল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউডের বিশিষ্ট অভিনেতা ঋষি কাপুর। মুঘল-ই-আজম সিনেমার সেটে ঋষি কাপুরের দাদু পৃথ্বিরাজ কাপুরের সঙ্গে ইতালিয়ান ফিল্মমেকার রবের্তো রোজেল্লিনির একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন তিনি। শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, পৃথ্বিরাজ কাপুর ও পরিচালকের পাশে রয়েছেন মধুবালা (আনারকলি) ও দিলীপ কুমার ( যুবরাজ সালিম), মুরাদ ( রাজা মানসিং)। সকলের পরনেই সিনেমার কস্টিউম। রয়েছেন পরিচালক কে আসিফও।