মুজিববর্ষ ও ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকরিতে প্রবেশের সাত বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে অঞ্জন দত্ত ঢাকায় যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। এর আগে ঢাকায় বেশ কয়েকবার অনুষ্ঠান করেছেন তিনি। এ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ ও ২০২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছেন। সে কারণে জমকালোভাবেই তা উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে ২৪ জানুয়ারি ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অঞ্জন দত্ত শোনাবেন তাঁর একাধিক জনপ্রিয় গান।