‘মুন্না বদনাম হুয়া’-র টিজারেই পার করল ২লাখ ভিউ

আগামী মাসেই মুক্তি পেতে চলেছে সলমান খানের ‘দাবাং ৩’। তার আগে সিনেমার বিভিন্ন গানের ভিডিও মুক্তি পেয়েছে। দাবাং ’- অন্যতম আকর্ষণমুন্না বদনাম হুয়াগানের টিজার মুক্তি পেল। টিজার মুক্তির দুই ঘণ্টার মধ্যেই দুই লাখের বেশি ভিউয়ার্স লাভ করেছে এই গান কিছুদিন আগেই এই গানের অডিও মুক্তি লাভ করেছিল, সেটাও দর্শকদের যথেষ্ট ভালো লাগেমুন্না বদনাম হুয়াএই গান শেয়ার করার সময় ভাইজান লিখেছিলেন, ‘কমাল খানের কণ্ঠস্বর, বাদশাহের র‍্যপ আর চুলবুল পাণ্ডের দাবাংগিরি, শুনুন মুন্না বদনাম হুয়া।২০১৯ সকলের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দাবাং এই প্রথম সলমান খানের কোনও সিনেমা ভারতের বিভিন্ন ভাষায় মুক্তিলাভ করতে চলেছে। এই সিনেমা নিয়ে আগে থেকেই তার ভক্তদের মনে যথেষ্ট উৎসুকতা রয়েছেপ্রভুদেবার নির্দেশনায়দাবাং সলমান খান ফিল্মস ব্যানারের ছত্রছায়ায় তৈরি হয়েছে। এই সিনেমাতে ভাইজানের সঙ্গে সোনাক্ষি সিনহাকেও দেখা যাবে। কিচ্চা সুদীপ এবং সাই মাঞ্জেরেকারের মতো অভিনেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই ছবিতে।