মেলবোর্নের ফিল্ম ফেস্টিভালে চাঁদের হাট

 বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১০ বছরে পড়া ওই উত্‍সবের সূচনায় হাজির ছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। শাহরুখ খান, তব্বু থেকে কর্ণ জোহর- সকলের উপস্থিতিতে গোটা উত্‍সব একেবারে চাঁদের হাটের চেহারা নেয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এই চলচ্চিত্র উত্‍সব চলবে আগামী ১৫ অগস্ট পর্যন্ত। ৬০টি হিন্দি ছবির পাশাপাশি ওই উত্‍সবে দেখানো হবে ২২টি আঞ্চলিক ভাষার ছবিও। সূচনা অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শাহরুখ।  শাহরুখ-কর্ণের পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন তব্বু, অর্জুন কপূর ছাড়াও পরিচালক জোয়া আখতার এবং শ্রীরাম রাঘবন।