মেয়ের সঙ্গে রঙের উৎসবে মেতে উঠলেন সানি

মেয়ে নিশাকে নিয়ে এবার রঙের উৎসবে মেতে উঠলেন সানি লিওন। হোলির আগেই রঙ, পিচকিরি হাতে নিয়ে মায়ের সঙ্গে মজা করতে দেখা যায় সানি লিওনের মেয়ে নিশা কউর ওয়েবারকে। সানি এবং নিশা অর্থাত মা-মেয়ের সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। মহারাষ্ট্রের লাতুর থেকে দত্তক নিয়েছিলেন নিশাকে।  সেই থেকে মেয়েকে  সব সময় আগলে রেখে বড় করে তুলছেন সানি লিওন। দত্তক নেওয়ার পর নিশার প্রথম জন্মদিন পালন করেছিলেন ডিজনিল্যান্ডে গিয়ে। এরপর কখনও নোয়া ও এশারের সঙ্গে আবার কখনও অন্য কোথাও, মেয়ের জন্মদিন সব সময় একটু অন্যরকমভাবে পালন করেছেন সানি লিওন। এবার রঙের উতসবেও তার অন্যথা হয়নি।

https://www.instagram.com/p/B9b8icKnN4X/?utm_source=ig_web_copy_link