রণবীর কাপুরের সঙ্গে জুটি শ্রদ্ধার

প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসতে চলেছেন শ্রদ্ধা কাপুর। গত সেপ্টেম্বরে শোনা গিয়েছিল রণবীর কাপুরের বিপরীতে লাভ রঞ্জনের আগামী ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার শ্রদ্ধা নিজেই খবর দিয়েছেন, লাভ রঞ্জনের ছবিতেই কাজ করবেন তিনি। । আর তার জন্য দারুণ উচ্ছ্বসিত তিনি। এর আগে লাভ রঞ্জন ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘আকাশ বাণী’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘দে দে পেয়ার দে’-র মতো ছবি তৈরি করেছেন। এখন ‘মালাঙ্গ’-ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। লাভ রঞ্জনের এই ছবিতে কাজ করা নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা টুইটারে শেয়ার করেছেন শ্রদ্ধা। ২০২১-এর মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিটি প্রযোজনা করছেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি।