রাজের জন্মদিনে উষ্ণ ভালোবাসা ছোঁয়া শুভেচ্ছা শুভশ্রীর

আজ টলিপাড়ার এক বিশেষ মানুষের জন্মদিন। তিনি হলেন সকলের প্রিয় রাজ চক্রবর্তী। ৪৫-এ পা দিলেন পরিচালক। সকাল সকাল স্বামীকে উষ্ণতায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন রাজ-ঘরণী শুভশ্রী গাঙ্গুলী। নিজেদের হাতের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী লিখেছেন, ‘কোনও কারণ ছাড়াই তোমার হাত ধরতে ভীষণ ভাললাগে। তুমি শুধু আমার। তোমার চোখে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারি।’এমনকী ভগবানকেও ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, ‘ধন্যবাদ ভগবান । তুমি এরকম একটা মানুষ বানিয়েছ, যে আমার জীবনের একটা অংশ। তোমাকে কতটা ভালবাসি তা প্রতিটা সেকেন্ড, মিনিটে আমি অনুভব করি। ‘মুহূর্তের মধ্যে শুভশ্রীর এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।শুভেচ্ছার ঢল বইছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী পার্ণো মিত্র জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজকে। বর্তমানে হাবজি গাবজির শেষ পর্যায়ের শ্যুটিং নিয়ে ব্যস্ত রাজ। চারদিন আগেই টিম নিয়ে উত্তরবঙ্গে গিয়েছেন রাজ। সঙ্গে অবশ্য আছেন শুভশ্রীও। তাই জন্মদিনে আজ নো প্ল্যানিং, শ্যুটিং ফ্লোরেই কাটবে রাজের। যাওয়ার দিনও বিমানবন্দর থেকে একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। তবে সঙ্গে যখন শুভশ্রী আছেন তখন জন্মদিনে সারপ্রাইজ নিশ্চই থাকবে।