রিচার্ড ম্যাডেনের সঙ্গে জুটি বাঁধলেন প্রিয়াঙ্কা

ফের হলিউডের পর্দায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রখ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের বিপরীতে অভিনয় করতে চলেছেন দেশি গার্ল। স্পাই সিরিজ সিটাডেল-এর মার্কিন অ্যাডাপটেশনে একসঙ্গে কাজ করবেন রিচার্ড-প্রিয়াঙ্কা। এই সুখবর নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন স্বয়ং প্রিয়াঙ্কা। স্ত্রী-র এই খুশিতে তাঁকে শুভেচ্ছা জানান নিক জোনাস। নিক ট্যুইটে লিখেছেন, ‘তোমার জন্যে আমি খুবই গর্বিত। তর সইছে না আর… অনেক শুভেচ্ছা প্রিয়াঙ্কা।’ স্বামীর ট্যুইটের উত্তরে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘থ্যাংক ইউ বেবি… তোমাকে ভীষণ ভালোবাসি।’ স্পাই সিরিজ সিটাডেল পরিচালনা করবেন জো এবং অ্যান্থনি রুসো। এই জুটির পরিচালনাতেই তৈরি হয়েছে Avengers: Infinity War এবং Endgame-এর মতো ছবি। প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন বহু তারকা।