রেট্রো লুকে ৭০-এর দশকে দীপিকা

সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত একটি ইভেন্টে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানে রেট্রো থিম লুকে নজর কাড়ল ছাপাক অভিনেত্রী। এদিনের অনুষ্ঠানের জন্যে দীপিকা বেছে নিয়েছিলেন লুজ ফিটেড অফ শোল্ডার রাফল ড্রেস। ন্যাচারাল মেকআপ, ন্যুড লিপস, মোটা ভ্রু যুগল, কালো স্লিক আইলাইনার এবং গালে হাইলাইটারের হালকা আভা তাঁকে করে তোলে আরও মোহময়ী। অ্যাক্সেসরির ক্ষেত্রেও বজায় রাখলেন মিনিম্যালিস্টিক অ্যাপ্রোচ। কানে পরলেন মুক্তোর ড্রপ কানের দুল। দীপিকার হাত ধরে ফিরে এল ৭০-এর দশকের জনপ্রিয় পোলকা ডটস।