শরীর ধীরে চলার সিগন্যাল দিচ্ছে বললেন বিগ বি

শারীরিক অসুস্থতার কারণে কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের শরীরের অবস্থা নিয়মিত জানাচ্ছেন বিগ বি। ডাক্তারের পরামর্শে বেডরেস্টে রয়েছেন তিনি। তাঁর শরীর বর্তমান অবস্থায় এই বিশ্রাম উপভোগ করলেও তাঁর মন যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে চাইছে বলে ব্লগে লিখেছেন তিনি। তাঁর শরীর এবার ধীরে চলার সিগন্যাল দিচ্ছে বলেও জানান অমিতাভ। বিছানায় শুয়েই নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। যদিও সেখানে তাঁর একজোড়া পা ছাড়া  আর কিছু দেখা যাচ্ছে না। সামনে টিভি চলছে, বিছানায় শুয়ে বিগ বি ফুটবল ম্যাচ দেখছেন বলে বেশ বোঝা যাচ্ছে। তাঁর এই ছবি দেখে ভক্তেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে অনুরোধ করেছেন। বিশ্রাম নিয়ে  যাতে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সুস্থ হয়ে উঠতে পারেন, সেই প্রার্থনা করেছেন সবাই।