সালটা ২০১০। ‘কাহানি’র শুটিং করতে কলকাতায় এসেছিলেন পরিচালক সুজয় ঘোষ। এবার ফের এলেন। তবে মেয়েকে সঙ্গে নিয়ে। নেপথ্যে ‘কাহানি’র প্রিক্যুয়েল সিনেমা ‘বব বিশ্বাস’। কারণ, এই ছবির পরিচালনা করছেন সুজয়-কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। বলিউডে হাতেখড়িও এই ছবি দিয়েই। সুজয়ের ফ্রেমে আবার দেখা যাবে কলকাতার অলি-গলি। ফের ক্যামেরা, শুটিং টিম নিয়ে শহরের বুকে ঘোরাঘুরি করবেন সুজয় ঘোষ। ২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষ পরিচালিত ছবি ‘কাহানি’। সুপার হিট সেই ছবি রাতারাতি বব বিশ্বাসকে করে তুলেছিল সারা দেশে বিখ্যাত। মুখে মুখে ঘুরেছিল সেই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তাঁর মুখে একটি সংলাপ… ‘নমস্কার, এক মিনিট’। সেই বব বিশ্বাস ফিরতে চলেছেন বড় পর্দায় আরও একবার। ‘কাহানি’র প্রিক্যুয়েল ‘বব বিশ্বাস’ প্রযোজনা করছেন স্বয়ং শাখরুখ খান। তবে বহু বাঙালির মন ভেঙে বব বিশ্বাসের চরিত্রের জন্যে এবার বেছে নেওয়া হয়েছে অভিষেক বচ্চনকে। জানুয়ারির প্রথম সপ্তাহেই খবর মিলেছিল যে অজয়-আমিরের পর কলকাতায় নতুন ছবির শুটিংয়ে পা রাখছেন জুনিয়র বচ্চন। তবে সূত্রের খবর ২০ তারিখ আসার কথা থাকলেও সামান্য হেরফের হয়েছে। কিন্তু অবশেষে বুধবার শহর তিলোত্তমায় অভিষেক এলেন বব বিশ্বাস-রূপে অভিষেক ঘটাতে। শুক্রবার শুরু হল ‘কাহানি’র প্রিক্যুয়েল সিনেমা ‘বব বিশ্বাস’-এর শুটিং। প্রথম পর্বের প্রথম শুটিংয়ের দিন সেটে এসেই কলকাতাবাসীকে জানান দিলেন অভিনেতা। ইনস্টাগ্রামে পোস্ট করলেন বব বিশ্বাসের আইকনিক সেই চশমা আর ফোল্ডিং মোবাইল ফোন। ক্যাপশনে লিখে দিলেন, ‘নমস্কার!#BobBiswas #day1’ শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো টলিউডের বেশ কিছু জনপ্রিয় মুখকেও দেখা যাবে ‘বব বিশ্বাস’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে।