শুরু হয়ে গিয়েছে দাবাং ৩-এর টিকিটের প্রি-বুকিং

ঈদ হোক বা বড়দিন, ভক্তদের আনন্দ দিতে পর্দায় হাজির হন ভাইজান সলমান খান। এবারও তার কোনও ব্যতিক্রম হবে না। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দাবাং ফ্রাইঞ্চাইজের তৃতীয় ছবি দাবাং ৩। চুলবুল পান্ডে রূপে সলমানের উপস্থিতি দর্শকদের বড়দিনকে করে তুলবে আরও স্পেশাল। শেষ মুহূর্তের কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে। ছবির একটি প্রোমোশনাল ভিডিয়ো রিলিজ করে সলমান ঘোষণা করেন শুরু হয়ে গিয়েছে টিকিটের প্রি-বুকিং। ছবির ঝলকের পাশাপাশি ভিডিয়োতে দেখা যাচ্ছে সলমান খান ও সাইয়ি মঞ্জরেকর দর্শকদের অনুরোধ করছেন দাবাং ৩-এর শোয়ের টিকিট প্রি-বুকিং করে ফেলতে।