সদ্যজাত কোলে প্রকাশ্যে এলেন কোয়েল

ইতিমধ্যেই কোয়েল মল্লিকের মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন নায়িকা স্বয়ং। তার কিছুদিনের মধ্যেই সদ্যজাত কোলে দেখা গেল কোয়েলকে। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি পোস্ট করলেন।  এই ছবিটি দেখে চমকে যায় তাঁর ফ্যানেরা। বিষয়টি হল এই ছবিটি কোয়েলের ‘রক্তরহস্য’ ছবির একটি লুক। এই ছবিতে কোয়েল একজন রেডিও জকি যার নাম স্বর্ণজা। স্বর্ণজা তাঁর লাইভ শোয়ে একটা অজানা ব্যক্তির কাছ থেকে ফোন পাবে। যে ফোনই স্বর্ণজাকে তাঁর জীবনের একটা অজানা সত্যির খোঁজে, রহস্য সমাধানে বের করবে। আর এভাবেই এগোবে ছবির গল্প। মিতিন মাসির পরে আরও একটা থ্রিলার ছবি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে কোয়েল মল্লিকের ‘রক্তরহস্য’ ছবিটি। সুরিন্দর ফিল্মসের পরিচালনায় ছবিটির পরিচালনা করেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। সৌকর্য ঘোষাল জানিয়েছেন, স্বর্ণজা রেডিওতে একটা ভীষণ জনপ্রিয় শো চালায়। তবে তিনি একজন আবেগপ্রবণ মহিলা। এই চরিত্রটার মনটা ভীষণ বড়। মানুষের ছোট ছোট বিষয় স্বর্ণজার মন ছুঁয়ে যায়। মানুষের খুব ছোট ছোট দুঃখতেও তাঁর খারাপ লাগে। আর এই আবেগের কারণেই স্বর্ণজা বিভিন্ন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে। তিনি সকলকেই সাহায্য করে, বড়লোক, গরিব লোক দেখে সাহায্য করে না। তবে জীবন বড়ই অদ্ভুত। জীবন আবার এই আবেগপ্রবণ মানুষগুলিকেই অনেক সময় ঠকায়। তাই স্বর্ণজাও বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যাবে। ” এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, জয়রাজ ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র, সুদীপা বসু, উজ্জ্বল মালাকার, ঋতব্রত মুখোপাধ্যায়ের মত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের।