সুস্থ হয়েই সকলকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন শাবানা

টানা ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে ঘরে ফেরেন বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শাবানা আজমি। তবে তখনও পুরোপুরি সুস্থ ছিলেন না তিনি। সুস্থ হয়েই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি পোস্ট করেছেন স্বয়ং শাবানা। তিনি লিখেছেন, “আমার জন্য প্রার্থনা করেছেন আপনারা, তার জন্য সবাইকে ধন্যবাদ । আমি বাড়ি ফিরে এসেছি ।” কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি ছিলেন শাবানা । সেটা মনে করে তিনি লিখেছেন, “টিনা আম্বানি ও কোকিলাবেন আম্বানি হাসপাতালের ডাক্তার ও নার্সদের অনেক ধন্যবাদ এভাবে আমার যত্ন নেওয়ার জন্য । এই ঋণ কোনওদিন শোধ হবে না, আমি কৃতজ্ঞ ।” প্রসঙ্গত, ১৮ জানুয়ারি মুম্বই-পুণে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেত্রী। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খালালপুর টোল প্লাজার কাছে হঠাৎ করেই তাঁর গাড়িটি একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। তাঁর পেছনের গাড়িতে ছিলেন জাভেদ আখতার। তবে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লাগায় দুমড়ে-মুচড়ে যায় তাদের গাড়ি। শাবানা আজমির গাড়িতে এয়ারব্যাগ থাকায় খুব বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।