রবিবার রাজ্যপালের জন্য এক বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গুমনামি’ দেখে প্রশংসায় করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু ‘গুমনামি’ দেখতে হাজির হলেন তিনি। শুধু তাই নয়, ছবি দেখে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েই সৃজিতের প্রশংসায় পঞ্চমুখ জগদীপ। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে পরিচালক সৃজিত এবং অভিনেতা প্রসেনজিত্কে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ছবি দেখার সময় এক মুহূর্তের জন্যও মনে হয়নি ইনি প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। অভিনয় করার সময় তিনি বোধহয় ভুলেই গিয়েছিলেন নিজের সত্ত্বাকে। গোটা ছবি জুড়ে তিনি যেভাবে ‘নেতাজি’র ভূমিকায় অভিনয় করলেন, তা সত্যিই প্রশংসনীয়।’