সেলফি তুলে ঝড় তুললেন নুসরত

সিনেমা-গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। ‘পটাকা’র পর নতুন গান প্রকাশের ঘোষণা করেছেন তিনি। বর্তমানে সেই গানের প্রস্তুতি চলছে। শিগগিরই নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেন তিনি। এছাড়া তিনি শুটিং করছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। আর সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও’-এর নায়িকা হিসেবে। এখানে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। এরই মধ্যে নেট দুনিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছেন নুসরত। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন তিনি। সেলফিতে তাঁকে দেখা গেছে, বিছানার পাশেই রয়েছেন তিনি। জিন্স প্যান্টের সঙ্গে খোলা পেটের টপস পরনে তার। এক হাত পকেটে নিয়ে আরেক হাতে ধরে আছেন মোবাইল। মেকাপহীন ঘরোয়া আমেজের ছবি একেবারে। এই ছবি দেখে একদিকে যেমন নায়িকার প্রশংসা করেছেন ভক্তরা, অন্যদিকে কটাক্ষও করেছেন অনেকে। কেউ কেউ আবার আজকের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে রসিকতাও করেছেন।

🦌

Posted by Nusraat Faria on Saturday, 1 February 2020