সোশাল মিডিয়ায় অশালীন মন্তব্যের যোগ্য জবাব দিলেন স্বস্তিকা

বরাবরই খুব স্পষ্টবাদী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিভিন্ন সময়ে স্বস্তিকাকে নানা ধরনের মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে । কিন্তু, তাতে কোনওদিনই পরোয়া করেননি অভিনেত্রী। সেই সমস্ত মন্তব্যকে স্বস্তিকা নিজেই জনসমক্ষে এনেছেন ও তার যোগ্য জবাব দিয়েছেন, ট্রোলারদের বুঝিয়েছেন তিনি কতটা স্পষ্টবাদী। সম্প্রতি এক সোশাল মিডিয়া ব্যবহারকারী স্বস্তিকাকে প্রশ্ন করেছেন, “এক রাতের জন্য কত টাকা?” এই অশ্লীল মন্তব্যের মুখোমুখি হয়ে স্বস্তিকা সেই ব্যক্তিকে পালটা লিখেছেন, “আপনি আমায় অ্যাফোর্ড করতে পারবেন না স্যার। কিন্তু, বিনা পয়সায় কল্পনা করা যায় অনেক কিছু। আপনি সেটা চেষ্টা করতে পারেন।”স্বস্তিকার এই জবাবে তাঁর অনুরাগীরা ধন্য ধন্য করছেন। কেউ লিখেছেন, “আপনি যেভাবে এই সব চিপ মানুষগুলোকে জবাব দেন সেটা আমার খুব ভালো লাগে।”তো কেউ লিখেছেন, “আবারও একটা স্যালুট আপনার প্রাপ্য।” আবার কারো মতে, “খুব ভালো স্বস্তিকা..একটা যোগ্য জবাব।”