‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়ে পথচলা শুরু করেছিলেন সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী। এরপর একের পর এক কাজ করেছেন বড়পর্দায়। কয়েকমাস আগেই অর্জুন অভিনীত ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ছবিটি সুপারহিট হয়েছে। বাংলাদেশ-ভারত ফিল্ম অ্যাওয়ার্ডসে জনপ্রিয়তার পুরস্কারও পেয়েছে ছবিটি। অভিনেতা আপাতত ব্যস্ত অঞ্জন দত্ত পরিচালিত ‘সাহেবের কাটলেট’ ছবির শুটিংয়ে। ইন্ডাস্ট্রীতে একটু পরিচিতি পেতেই বাল্যবন্ধু সৃজাকে বিয়ে করেন অর্জুন। আর এখন স্ত্রী ও মেয়েকে নিয়ে জমিয়ে সংসার করছেন তিনি। দীপাবলিতে প্রকৃত অর্থেই তাঁদের বাড়িতে আলোয় আলো। দীপাবলিতে সৃজাকে চুম্বনরত ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ঝড় তুললেন অর্জুন। নীল পাঞ্জাবী আর সাদা পাজামায় স্মার্ট অর্জুন। অন্যদিকে হলুদ সালোয়ার কামিজ ও লাল ওড়নায় রূপসী সৃজা। নিজেদের সাজানো সুন্দর বাড়িতে সৃজাকে একমনে চুম্বন করছেন অর্জুন। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি।এছাড়াও সৃজার সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেছেন অর্জুন। সেখানে সোফায় বসে সৃজা আর হাসিমুখে দাঁড়িয়ে অর্জুন। ক্যাপশনে তিনি লিথেছেন, “ভালো করে দেখলে লক্ষ্য করবেন যে আমিও রয়েছি ফ্রেমে”। ছবিটি তিনি তাঁর “সুপারওম্যান” সৃজাকে উৎসর্গ করেছেন।