নভেম্বরের ২০ থেকে ২৮ গোয়ায় অনুষ্ঠিত হবে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসবের সুবর্ণ জয়ন্তীতে সিনেমায় মহিলাদের অবদান স্মরণে ৫০ জন মহিলা পরিচালকের ৫০টি ফিল্ম থাকছে। এবারের সহযোগী দেশ রাশিয়া। এবছরের দাদাসাহেব ফালকে পুরস্তার বিজেতা অমিতাভ বচ্চনেরও ৭-৮টি বাছাই করা ফিল্ম দেখানো হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, স্বর্ণজয়ন্তী পুরস্কার দিয়ে রজনীকান্ত-কে সাম্মানিত করা হবে উৎসবে। এই উৎসবে বিভিন্ন দেশের ২৫০টি সিনেমা দেখানো হবে। জীবনকৃতি সম্মান পাবেন ফরাসী অভিনেত্রী ইসাবেলা হুপার্ট।