১০০ কোটির ঘর ছুঁতে চলেছে ‘হাউসফুল-৪’

জনতার দরবারে ফের একবার সুপারহিট ‘হাউসফুল-৪’। যার জন্য ফ্যানেদের কাছে ধন্যবাদ জ্ঞাপণ করে টুইটবার্তা দিলেন অক্ষয় কুমার। তিনি এদিন ট্যুইট করে জানিয়েছেন, ‘ধন্যবাদ আমাদের ভালোবাসার জন্য আমাদের সঙ্গে তাল মিলিয়ে হাসার জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আজকে এইজায়গায় পৌছেছি আমরা।’ বলিউডে প্রথম দিনেই সেভাবে ছাপ ফেলতে পারেনি মাল্টিস্টারার ‘হাউসফুল-৪’ তার উপর নেতিবাচক রিভিউ সিনেমার আয়ের ক্ষেত্রে বড় ধাক্কা দেবে এমন আশঙ্কা করার আগেই দীপাবলির ছুটিতে বিরাট অঙ্কের আয় নিজেদের ঘরে তুলে নিয়েছেন অক্ষয়-রীতেশরা। এই বিষয় সত্যতা জানিয়ে ট্যুইট করে বলিউডের ট্রেন্ড অ্যানালিলিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, চারদিনে মোট ৮৮ কোটি টাকা আয় করেছে অক্ষয়ের ‘হাউসফুল-৪’।