ঘোষিত হল ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচি

বাংলার মানুষ যেমন দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকে, ঠিক তেমনই অপেক্ষা করে থাকে আরও এক মহোৎসবের জন্য। আর সেই উৎসব হল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। ২০১৯-এ ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব  হতে চলেছে আরও রঙ্গীন। আজ নজরুল মঞ্চে এক সাংবাদিক সম্মেলন করে ঘোষিত হল ২৫ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচি। আগামী ৮ নভেম্বর নেতাজি ইন্ডোরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে চলেছে উৎসব। এদিন সাংবাদিকদের কমিটির তরফে জানানো হয়, এই বছরে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির হাত ধরে। সত্যজিত রায় পরিচালিত এই ছবি পার করেছে ৫০ বছর। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে মোট ২১৪ টি ফিচার ফিল্ম দেখানো হবে। যার মধ্যে থাকবে ১৫২ টি শর্ট ও ডকুমেন্টারি ফিল্ম। প্রসঙ্গত এবারের অনুষ্ঠানে ৭৬ টি দেশের ছবি দেখানো হতে চলেছে। ছবি দেখানো হবে শহরের ১৭ টি ভিন্ন জায়গায়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, পরিচালক তথা কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী। হাজির ছিলেন অভিনেতা তথা কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় থেকে অভিনেত্রী কোয়েল মল্লিক সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *