মধ্যরাতে মন্নাতের বাইরে ভক্তদের সঙ্গে ৫৪তম জন্মদিন উদযাপন শাহরুখের

আজ বলিউডের বাদশাহ শাহরুখ খানের ৫৪তম জন্মদিন। ঘড়ির কাটায় ১২টা বাজতেই শুরু হয়ে গেছে জন্মদিনের শুভেচ্ছা পাওয়া। রাত থেকে বলিউডের শুভানুধ্যায়ীরা এসআরকে-কে পাঠাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা। বলিউডের বিভিন্ন তারকা ও তার ঘনিষ্ঠ বন্ধুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। শাহরুখ পত্নী গৌরী খান জানিয়েছেন, এবছর জন্মদিনটি তিনি কাটাবেন বাড়িতেই পরিবারের সঙ্গে। ডিনার বা লাঞ্চেও কোথাও বেরোনোর প্ল্যান নেই তাঁদের। তাঁর জন্মদিনে প্রতিবারের মতো যে মন্নতের সামনে ভিড় জমাবেন শাহরুখের অসংখ্য ভক্ত তা আর নতুন করে বলে দিতে হবে না। প্রতি বছরই জন্মদিনের দিন মন্নতের ঝুল বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন শাহরুখ। শাহরুখ ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লির এক মুসলিম পরিবারে তার জন্ম। বাবা মীর তাজ মোহাম্মদ খান ও মা লতিফ ফাতিমা। শাহরুখের বাবা পাকিস্তানের পেশোয়ারের মানুষ এবং মা ভারতের হায়দ্রাবাদের। তিনি পাঁচ বছর বয়স পর্যন্ত নানির সঙ্গে প্রথমে ম্যাঙ্গালোর ও পরে ব্যাঙ্গালুরুতে থেকেছেন। শাহরুখের নানা ম্যাঙ্গালোর বন্দরের মুখ্য প্রকৌশলী ছিলেন। একটু বড় হওয়ার পরে শাহরুখের পরিবার দিল্লিতে চলে আসে। শাহরুখের যখন ১৫ বছর বয়স, তখনই তার বাবা মারা যান ক্যানসারে আক্রান্ত হয়ে। সেন্ট কলাম্বাস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। খেলাধুলাতে বেশ আগ্রহী ছিলেন। স্কুলে পড়ার সময় শাহরুখ হিন্দিতে তেমন একটা দক্ষ ছিলেন না।  এরপর দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে বিএ পাস করেন। পরে এমএ পড়তে ভর্তি হলে সেটা আর শেষ করা হয়নি তার। অভিনেতা হিসেবে শাহরুখের পথচলা শুরু ১৯৮৯ সালে। ‘ফৌজি’ টিভি সিরিজ দিয়ে শুরু করেন। এ সময় আরও কয়েকটি সিরিজ করেছিলেন। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার হাত ধরে। আর তাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। ‘চমৎকার’, ‘দিল আসনা হে’, ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে দর্শকের ভক্ত হয়ে যান। এরপর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে সাফল্যের চূড়ায় পৌঁছে যান। ‘মাই নেম ইজ খান’ ও ‘দেবদাস’-এর মতো একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন তিনি। শাহরুখ খানের স্ত্রী গৌরীর বাবা সেনা কর্মকর্তা ছিলেন। স্কুলে পড়ার সময় গৌরীর সঙ্গে প্রথম পরিচয় হয়। তখন থেকেই শুরু হয় শাহরুখ-গৌরীর প্রেমপর্ব। এরপর তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হন ১৯৯১ সালের ২৫ অক্টোবর। শাহরুখ খানের প্রথম রোজগার ছিল ৫০ টাকা। গায়ক পঙ্কজ উদাসের একটা কনসার্টে কাজ করে সেই টাকা পেয়েছিলেন। কঠোর পরিশ্রম করতে পারেন শাহরুখ। মাত্র চার-পাঁচ ঘণ্টা ঘুমান তিনি। তার প্রিয় উক্তি হলো, ‘ঘুমানো মানে জীবন নষ্ট করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *